প্লে অফ নিশ্চিত হয়ে যাওয়ার পরেও একেবারেই খোলা মনে খেলার সুযোগ ছিল না রাজস্থান রয়েলসের ক্রিকেটারদের সামনে । লীগ টেবিলে প্রথম দুই টিমের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য পয়েন্ট দরকার ছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। গুয়াহাটিতে সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হল রাজস্থানকে। ১৮.৫ ওভারে ১৪৫ -৫ উইকেটে, পৌঁছে ৫ উইকেটের জয় পাঞ্জাবের । ক্যাপ্টেন স্যাম কারেন জয়ের নায়ক। ৪১ বলে ৬৩ নট আউট ইনিংস খেললেন তিনি। এছাড়া কেউ তেমন রান পাননি, রাজস্থান হাড়ের ফলে ঠিক হয়ে গেল যে লীগে একে থেকে শেষ করবে কেকেআর কারণ কোন টিমই আর ১৯ পয়েন্টে পৌঁছাতে পারবে না। গৌহাটির এই পিচে ব্যাট করা যে সহজ হবে না মোটেই তার প্রথম কয়েক ওভার পরেই বুঝে যান রাজস্থান রয়েলসের ব্যাটসম্যানরা।
জস বাটলার দেশে ফিরে যাওয়ায় যশস্বীর সঙ্গে ওপেন করেন ইংল্যান্ডের টম কোহলার ক্যাডমোর। কিন্তু দুই ওপেন বেশি সময় টিকে থাকতে পারেনি। প্রথম ওভারেই স্যাম কারেনের শিকার হয়ে ফিরে যান যশস্বী , ১৫ বলে ১৮ রান করে আউট হন সঞ্জু স্যামসাং। ৮ ওভারের মধ্যে তৃতীয় উইকেট হারায় রাজস্থান। আউট হন বোলার ক্যাড মোড । সেই রিয়ান পরাগই টানলেন রাজস্থানকে। ৩৫ বল খেললেন ৪৮ রানের ইনিংস । ব্যাট হাতে রাজস্থান ইনিংস কিছুটা টানলেন রবিচন্দ্রন আশ্বিন করলেন ১৯ বলে ২৮ রান তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যার ব্যাট দেখার জন্য মুখে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই যশস্বী জয়সওয়াল রান পায়নি। মাত্র চার রান করেন তিনি। রিয়ান এবং সঞ্জু দুজনেই পেরিয়ে গেলেন ৫০০ প্লাস রান।
পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট পান স্যাম করেন, হর্ষল প্যাটেল এবং দীপক চাহার। ২২ টি উইকেট নিয়ে এবারের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে উঠে হর্ষল প্যাটেল ইনিংসের মাঝে বলেছিলেন, লড়াই জমে উঠেছে ,এক একবার একজনের কাছে যাচ্ছে পার্পল ক্যাপ তো পরের ম্যাচে অন্য একজনের কাছে। হর্ষলের পরের দুই নম্বরে আছেন মুম্বাই ইন্ডিয়ান যশপ্রীত বুমরা, তাঁর সংগ্রহে কুড়িটি উইকেট । তিন নম্বরে কলকাতা নাইট রাইডার্স এর বরুণ চক্রবর্তী, তাঁর সংগ্রহে রয়েছি ১৮ টি উইকেট। ইনিংস এর মাঝে সম্প্রচারকারী চ্যানেলে হর্ষল বলেছিলেন, বুমরা সবসময় আমাকে অনুপ্রাণিত করে ।সবসময় চেষ্টা করি ওর মতো বল করার । ওর সঙ্গে লড়াই উপভোগ করছি।
Discussion about this post