পাঁচ বছর ধরে দিল্লি ক্যাপিটেলসের কোচ ছিলেন। এবার আইপিএলের নতুন ইনিংস শুরু করলেন রিকি পন্টিং। বুধবার তিনি হেড কোচ হিসেবে যোগ দিলেন পাঞ্জাব কিংসে । ২০২৫আইপিএল থেকে পাঞ্জাবের দায়িত্ব নেবেন অজি কিংবদন্তি। তবে ফ্রাঞ্চাইজির সঙ্গে কতদিনের চুক্তি হয়েছে তা এখনো জানা যায়নি ।উল্লেখ্য ,গত চার বছরে এই নিয়ে তৃতীয়বার কোচ পরিবর্তন করল প্রীতি জিন্টার দল । ২০২৪ আই পি এল এ পাঞ্জাবের হেড কোচের দায়িত্বে ছিলেন ট্রেভর ফেলিস। সাপোর্ট স্টাফ হিসাবে টিম ম্যানেজমেন্টের ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।সঙ্গে ছিলেন চার্ল ল্যাঙ্গভেল্ট এবং সুনীল জোশি ।গত মরসুমে পয়েন্ট তালিকার নবম স্থানে শেষ করে পাঞ্জাব। তারপরেই কোচ সহ গোটা সাপোর্ট স্টাফকে ছিঁটে ফেলেছেন ফ্র্যাঞ্চাইজি ।মেগা অ্যাকশনের আগে পন্টিং কে নতুন কোচ হিসাবে নিয়োগ করলো প্রীতি জিন্টার দল। বেশ কয়েক বছরের জন্য পাঞ্জাবের সঙ্গে চুক্তি হয়েছে পন্টিং।
২০১৮ থেকে দিল্লী ক্যাপিটালস এর কোচ ছিলেন অজি তারকা। তাঁর অধীনে বেশ সাফল্য পেয়েছিল ঋষভ পন্থের দল। ২০২০ সালে প্রথমবার আইপিএল ফাইনাল উঠেছিল দিল্লি। পাঁচ বছরের মধ্যে তিনবার দিল্লিকে প্লে অফ এ তুলেছেন কোচ পন্টিং। গত মরসুমে অবশ্যই নক আউটে যেতে পারিনি দিল্লি।তারপরে দিল্লির কোচের পদ ছেড়ে দেন কোচ পন্টিং। পাঞ্জাবের দায়িত্ব নিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রাক্তন অজি অধিনায়ক কে। নতুন অধিনায়ক কে বেছে নেওয়ার থেকে শুরু করে কোন ক্রিকেটারদের রিটেন করা হবে -বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ২০১৪ সালের পর দশ বছর কেটে গেল আইপিএলের ফাইনালে উঠতে পারেনি পাঞ্জাব। কোচবদল করে কি সাফল্যের মুখ দেখবে প্রীতি জিন্টার দল?
Discussion about this post