আরজি কর হাসপাতালে গেলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মঙ্গলবারই দায়িত্ব নিয়েছেন তিনি। বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালে। এমারজেন্সি বিভাগ-সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পুলিশ সূত্রের খবর, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তারপর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠকে বসেন। হাসপাতালে যাওয়ার আগে টালা, কাশীপুর এবং সিঁথি থানাতেও গিয়েছিলেন নতুন পুলিশ কমিশনার। সূত্রের খবর, আগামী দুদিন নতুন সিপি এভাবেই বিভিন্ন থানা পরিদর্শন করবেন। এর পর আগামী ২৫ তারিখ তিনি পুজো সংক্রান্ত একটি বৈঠক ডেকেছেন। ডিসি, এসি, ওসি-দের তলব করা হয়েছে সেই বৈঠকে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রাজ্যের সমস্ত হাসপাতালে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে এবং সিসিটিভি বসাতে হবে।
সেখানে যেহেতু ঘটনাটি ঘটেছিল আরজি কর হাসপাতালে তাই সেখানের নিরাপত্তা এখন কেমন দেখলেন পুলিশ কমিশনার। আর কেমন করে এই হাসপাতালকে বাড়তি নিরাপত্তা দিয়ে সাজাতে হবে সেটাও খতিয়ে দেখেছেন।দায়িত্ব নেওয়ার পরের দিনই লালবাজারের বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। পুলিশকে তাদের নেটওয়ার্ক আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোজ বর্মা। গোয়েন্দা বিভাগকে সতর্ক করার পাশাপাশি তাদের কাজের তালিকাও চেয়েছেন নতুন সিপি। থানাগুলিতে কোনও অভিযোগ এলে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই নির্দেশও দিয়েছেন মনোজ ভার্মা।
Discussion about this post