প্রথম দিন ফুটভলি খেলে কাটিয়েছিলেন রোহিত শর্মারা ।দ্বিতীয় দিন অনুশীলনের ব্যাট বল হাতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা। বছর দুয়েক আগে ভয়ঙ্কর দুর্ঘটনায় ক্রিকেট জীবন প্রায় শেষ হয়ে গিয়েছিল ঋষভ পন্থের । সেখান থেকে আইপিএলে প্রত্যাবর্তন ঘটে ।অবশেষে ভারতের অনুশীলনের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ ।প্রথম দিন ভারতের নতুন টি-টোয়েন্টি জার্সি পড়ে ছবি দিয়েছিলেন ঋষভ ।একটা ইনস্টাগ্রামে লেখে,এই জার্সি আবার পড়ার সুযোগকে আমি গর্বিত । অনুশীলনে অনেক সময় ব্যাট করেন ঋষভ। তাকে যথেষ্ট ছন্দে দেখিয়েছে। ঋষভ বলছিলেন, ভারতের জার্সি পড়ে আবার প্র্যাকটিস করছি এটা সম্পূর্ণ আলাদা এই অনুভূতি ভাষায় বলে বোঝানো যাবে না । এতদিন ধরে এই অনুভূতিটা হারিয়ে ফেলেছিলাম ।
সতীর্থদের সঙ্গে আবার মিশে যেতে পারাটা ঋষভের কাছে কত বড় ব্যাপার সেটা পরিষ্কার হয়ে যাচ্ছিল তার কথায়। বলছিলেন, কতদিন বাদে সতীর্থদের মধ্যে ফিরলাম ওদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করছি, মজা করছি ,আড্ডা দিচ্ছি সময় কাটাচ্ছি এই আনন্দের তুলনা নেই । নিউইয়র্কের পিচ বা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কি সমস্যা হবে ? ঋষভ মনে করেন, তিনি ধীরে ধীরে মানিয়ে দিচ্ছেন । ঋষভের মন্তব্য, আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি পরিবেশের সঙ্গে। দেখতে হবে এখান থেকে কোন দিকে এগুলো যায়। আশা করব সুযোগটা কাজে লাগাতে পারব। ঋষভ মনে করেন এখানে সূর্যের তেজটা বেশি। দীর্ঘদিন বাদে জাতীয় দলের জার্সিতে ঋষভ কি রকম খেলেন সেটা দেখতে মুখিয়ে রয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীরা। ঋষভ নতুন করে দায়িত্ব নিতে তৈরি। বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের ঋষভ বলেছেন, একজন ক্রিকেটার যখন দায়িত্ব নিয়ে দলের হয়ে সেরাটা দিতে পারে তখনই তাকে সফল বলা যায়। তখনই তাকে সেরা ক্রিকেটার বলা যায়। আমি সেই দায়িত্ব নিতে তৈরি।
Discussion about this post