আইপিএল শুরুর আগে মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ান অধিনায়কত্বের পথ থেকে। দায়িত্ব তুলে দিয়েছিলেন তরুণ ঋতুরাজ গাইকোয়াড়ের কাঁধে ।দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি মনে করেন অধিনায়ক হিসেবে ঋতুরাজ কে পরিণত করে তুলেছেন ধোনি। । রবিবারই রাজস্থান রয়েলসের বিরুদ্ধে পাঁচ উইকেটে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চেন্নাই যা প্লে অফের দৌড়েএগিয়ে রেখেছে গতবারের চ্যাম্পিয়নদের। ৪১ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন অধিনায় ঋতুরাজ।
শুধুমাত্র ঠিক সময় বোলিং পরিবর্তনই নয় ব্যাটিংয়ে ও বিশেষজ্ঞ মহলের প্রশংসা পেয়েছেন তিনি। শুধু নেতৃত্বের ক্ষেত্রে নয় ব্যাট হাতেও চলতি সময় নিজেকে দারুন ভাবে মেলে ধরেছেন । ১৩টি ম্যাচে৫৮৩ রান করে কমলার টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শনিবার চিন্নাস্বামীতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে ঋতু রাজরা।প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার টম মুডি মনে করেন চলতি আইপিএলের সেরা ম্যাচ হতে চলেছে চেন্নাই আরসিবির দৌরথ ।
বলেছেন, দুটো দলই প্লে-অফে খেলার পথে অনেকটা এগিয়ে গিয়েছে। তাই ধোনি যেমন চাইবে দলকে জেতাতে , ছন্দে থাকা কোহলি ও এক লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সব মিলিয়ে এই আইপিএলে সবচেয়ে সেরা এবং উত্তেজক ম্যাচ হতে চলেছে ধোনি কোহলির দ্বৈরথ । এদিকে প্রাক্তন সিএসকে ক্রিকেটার অম্বাতি রাইডু জানিয়েছেন, চেন্নাইয়ে ভবিষ্যতে ধোনির নামে কোন মন্দির তৈরি হলে তিনি অবাক হবেন না। সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন , ধোনি চেন্নাই এর ভগবান। নিশ্চিত ভাবে কয়েক বছরের মধ্যে ওর নামে মন্দির হবে। তিনি আরো বলেন, ভারতকে দুবার বিশ্বকাপ জেতানোর সাথে নিজের ফ্রান চাইজি কেও পাঁচবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ দিয়েছেন ধোনি। ও নিজের খেলোয়াড়দের ওপর সর্বদা আস্থা রাখে ফলে শুধু আইপিএল নয় দেশের জার্সিতেও নিজেদের প্রমাণ করতে সবাই প্রস্তুত থাকে।
Discussion about this post