গত বছর কেকেআরের ওপেনিং ব্যাটসম্যান গুরুবাজ খুবই ভালো খেলেছিলেন।। প্রায় প্রতিটি ম্যাচই মারকাটারি ব্যাটিং করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন। কিন্তু এ বছর ফিল সল্টের আগমনে প্রথম একাদশের জায়গা হচ্ছিল না। কিন্তু সল্ট দেশে ফিরে যাওয়ায় মঙ্গলবার প্রথমবার জায়গা ওপেন করতে ঝোড়ো ব্যাটিংয়ে নাইট দের ফাইনালে ওঠার রাস্তা সহজ করে দেয় এই আফগান তারকা। আমাদাবাদের মাঠে মঙ্গলবার ঝড়ো ব্যাটিং করার গুরবাজের জীবনে কত বড় ঝড় চলছে তা অনেকেই জানে না । এই ক্রিকেটারের মা এই মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মায়ের অসুস্থতার খবর পেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে গিয়েছিলেন গুরবাজ। কিন্তু তখনই কেকেআরের ম্যানেজমেন্ট জানতে পারে ফিল সল্ট প্লে অফ শুরুর আগেই দেশে ফিরে যাবেন। যখন জানতে পারেন সল্ট দেশে ফিরে যাচ্ছেনা তখন মা অসুস্থ থাকা সত্বেও কেকেআর কর্তৃপক্ষ কে জানিয়ে দেন তিনি ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবেন।
গতকাল ম্যাচের পর গুরবাজ নিজে জানান আমার মা এখনো অসুস্থ। ফিল সল্ট যখন ফিরে গেল তখন দলের পক্ষ থেকে আমাকে মেসেজে জানানো হয়। তোমাকে আমাদের প্রয়োজন। তুমি কি করবে। আমি বললাম, আমি ফিরে আসছি। মা এখনও হাসপাতালে ভর্তি। আমি সবসময় তার সঙ্গে কথা বলছি, যোগাযোগ রাখছি । কিন্তু এটাও আমার পরিবার। আমার মা এবং কেকেআর কে এক সঙ্গে সামলাতে হবে। এটা করা খুবই কঠিন ব্যাপার কিন্তু আমাকে পারতেই হবে। জেসন রয়ের জায়গায় খেলতে এসে ফিল সল্ট এ বছর ছিলেন সবচেয়ে উজ্জ্বল তারকা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ইংলিশ ক্রিকেটার । নারিনের সঙ্গে ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করে তিনি চমকে দিয়েছেন বিশেষজ্ঞদের ।
সল্টেজ স্ট্রাইক রেট ছিল ১২৫ এই কারণে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছিল গুরবাজকে। একের পর এক ম্যাচের জায়গা না পেয়েও হতাশ হয়ে পড়েননি তিনি। প্লে-অফের মত চাপের ম্যাচে প্রথমবার সুযোগ পেয়ে ১৪ বার ২৩ রানের ইনিংস খেলে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন গুরবাজ। গুরবাজ বলেন , কেকেআরের মতো ম্যানেজমেন্টের এবং পরিবারের পাশে থাকবে অন্য কিছুই নিয়ে ভাবতে হবে না। কারণ গৌতম স্যার, শাহরুখ স্যার আছেন তার উপরে চিফ কোচ রয়েছেন।
আমি অনেকদিন প্রথম একাদশে সুযোগ না পেলেও প্লে অফের মত গুরুত্বপূর্ণ এবং চাপের ম্যাচে এবার প্রথম সুযোগ পেলাম। আমি যাতে চাপে না পড়ি সেজন্য আমাকে সবাই বলেছিল খেলাটা শুধু উপভোগ করতে । আত্মবিশ্বাসী গুরুবাজ আরও বলেন নেটে আমি ভালোভাবে অনুশীলন করেছি আশা করি ফিল সল্টের জায়গায় নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারবো।
Discussion about this post