আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার । আজ শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি পর্বে নিজেদের দেখে নিবেন রোহিত শর্মারা। নামে প্রস্তুতি ম্যাচ হলেও দুই টিমই নিজেদের পরখ করে নিতে প্রস্তুত । কম্বিনেশন নিয়ে পরীক্ষা করা হবে। তার আগে প্র্যাকটিসের মাঠ, উইকেট সহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ দেখিয়েছে ভারতীয় শিবির । ক্যান্টিয়াগ পার্কে যেখানে প্র্যাকটিস করছে টিম, সেখানে সবকিছুই অস্থায়ী। উইকেট থেকে ড্রেসিংরুম সবই তৈরি করা হয়েছে তড়িঘড়ি । যা খবর, কোচ রাহুল দ্রাবিড় রীতিমতো বিরক্ত। প্র্যাকটিসের পরে ক্রিকেটারদের খাওয়ারের ব্যবস্থা ছিল না ঠিকঠাক । বৃষ্টির জন্য জমে ছিল জল ।যা টপকে টিম বাসে উঠতে হয়েছে রোহিতদের ।নিরাপত্তা ব্যবস্থাও ছিল না ঠিক ঠিক। বিসিসিআই তে এই অব্যবস্থার কথা জানানো হয়েছে। তবে আইসিসি জানিয়ে দিয়েছে এইসব নিয়ে কোন অভিযোগ তাদের কাছে জমা পড়েনি।
আমেরিকা পৌঁছে গেলেও বিরাট কোহলি হয়তো মাঠে নাও নামতে পারেন । সে ক্ষেত্রে রোহিতদের সঙ্গে যশস্বী ওপেন করবেন বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু বিশ্বকাপের মূল ম্যাচে যদি শিবমকে খেলানো হয় তখন যশস্বীকে বাইরে বসতে হবে। রোহিতের সঙ্গে তখন শুরু করতে পারে বিরাট। সুরেশ রায়নার মতো প্রাক্তন তারকা শিবমকে খেলানোর ব্যাপারে জোর দিচ্ছেন। তার কথায়, শিবম যে কোন পরিস্থিতিতে ছক্কা মারতে পারে । আমি মনে করি বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হতে চলেছে এই ছেলেটা ।শুক্রবার নেটেও শিবম এর সঙ্গে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে রোহিতকে। বোলিং নিয়ে বেশ কিছু টিপসও দিতে দেখা যায়। সব মিলিয়ে মনে করা হচ্ছে শিবম কে নিয়ে আলাদা ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। আবার শুরুতে বুমরার বোলিং পার্টনার হিসেবে আর্শদীপ সিং এবং মহম্দদ সিরাজ কাকে দেখা যাবে, নজর থাকবে সেদিকেও । প্রাক্তন পেসার আর পি সিং এর ভোট আর্শদীপের দিকে। মাঠে নামার আগেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান প্রশংসায় ভরিয়েছেন ভারত অধিনায়ক রোহিত কে। সাকিব এক সাক্ষাৎকারে বলেছেন, রোহিতের নেতৃত্বে ভারত সত্যিই খুব ভালো খেলছ।, রোহিত দ্রুততার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ।টিমকে বেঁধে রাখতে পেরেছে এক সূত্রে ।অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব নিয়ে একার হাতে ম্যাচ জিতানোর ক্ষমতাও রয়েছে রোহিতের। গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচ নেই বাংলাদেশের । আজ প্র্যাকটিস ম্যাচেই যা পরীক্ষা করার করে নিতে হবে ।আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির অবশ্য মনে করছে, যে কোন টিমকে হারানোর ক্ষমতা তাদের আছে।
Discussion about this post