নিজস্ব সংবাদদাতা ঃ আইপিএলের ইতিহাসে এই রেকর্ড কেউ করেনি যা করে দেখিয়েছে এই খেলোয়ার।আইপিএলে এবছর কেকেআর 6 টি ম্যাচ খেলে 4 টে তেই জয় তুলে নিয়েছে।গত ম্যাচে রাজস্থান রয়েলস এর কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।অথচ কেকেআর এর এই খেলোয়ারের দুর্ধর্স ইনিংস স্বরণীয়।ঠিক ধরেছেন,তিনি হলেন সুনীল নারীন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ২২৩ রান করে হেরেছে।কিন্তু সেই খেলায় স্মরণীয় ইনিংস খেলেন সুনীল নারিন। ৫৬ বলে ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হলেন সুনীল নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো নারিনের ইনিংস।একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখালেন সুনীল নারিন।
এছাড়া শতরান করারও রেকর্ড রয়েছে।
ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারদের তালিকায় নাম জুড়ল নারীনের।নিজের আইপিএল কেরিয়ারে প্রথম ও কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করছেন সুনীল নারিন।আশ্চর্যের বিষয় তিনটে সেঞ্চুরিই হয়েছে একই তারিখে।অর্থাৎ ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ার ও 16 ই এপ্রিল এই রেকর্ড গড়েছিলেন।
এছাড়াও আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়লেন নারীন যা কোনও ক্রিকেটারের নেই।
আইপিএলে প্রথম ক্রিকেটার হলেন সুনীল নারিন যিনি কোনও একটি আইপিএল ম্যাচ ব্যাটে হাতে সেঞ্চুরি গড়েছেন, বল হাতে উইকেট নিয়েছেন ও ফিল্ডিংয়ে ক্যাচও ধরেছেন।
শতরান করার পাশাপাশি ২টি উইকেট ও নেন সুনীল নারিন। এছাড়া সঞ্জু স্যামসনের ও ক্যাচ ও ধরেন নারীন।সব মিলিয়ে এই বারের আইপিএল সুনীল নারীনের জন্য স্বরণীয় হয়ে থাকবে।একঝাক রেকর্ড করে সমর্থকদের প্রত্যাশ্য আরো বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ান তারকা।
Discussion about this post