লীগের এক নম্বর টিম হিসাবে কোয়ালিফায়ারে পৌঁছে যাওয়া আত্মবিশ্বাস বাড়িয়েছে, কিন্তু আত্মতুষ্ট করেননি তার টিমকে। বৃহস্পতিবার ইডেনে প্র্যাকটিসের পর বেরিয়ে সাফ জানিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স এর হেডকোচ চন্দ্রকান্ত পন্ডিত ।শুধু তাই নয় রবিবার লীগের শেষ নিয়ম রক্ষার ম্যাচের সেরা ১১ই খেলাতে চান । পন্ডিতের সাফ কথা, মোমেন্টাম ধরে রাখাটাই আমাদের লক্ষ্য এখন। প্লে-অফ বলে বাড়তি চাপ টিমের উপর চাপাতে নারাজ। কোচ পন্ডিতের কথায় প্লে অফ নিয়ে আলাদা করে না ভেবে আমরা ইন্টেনসিটি নিয়ে সাহসী ক্রিকেট খেলছি। সেটার দিকে ফোকাসটা ধরে রাখতে চাই।
ফিল সল্ট কে নিয়ে বলতে গিয়ে পন্ডিতের সংযোজন, সল্টের বিকল্প হিসেবে আমাদের কাছে অবশ্যই গুরবাচ আছে, তবে ও একাই নয় আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে। তবে হ্যাঁ ,সল্ট খুব ভালো প্লেয়ার ও ভালো খেলছিল। ওর চলে যাওয়াটা আমাদের কাছে দুর্ভাগ্যের । আমরা অবশ্যই ওকে মিস করব। আবার রহমান উল্লাহ গুরবাচকে নিয়েও আত্মবিশ্বাসী তিনি বলেছেন সল্টের সঙ্গে গুরবাজে তুলনা করা ঠিক নয়। এবার এখনও সুযোগ পায়নি। তবে আগের বার যথেষ্ট ভালো খেলেছে আগেরবারের থেকে এবারের কেকেআর টিমের বদল নিয়ে পন্ডিতের বক্তব্য সবাই একসঙ্গে চেষ্টা করছি ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো।
ক্যাপ্টেন্স শ্রেয়াস আইয়ার পরিস্থিতি খুব ভালোভাবে সামলায়, সাপোর্ট স্টাফেরাও সবাই মিলে চেষ্টা করে । সেই সঙ্গে জুড়ে দিয়েছেন সবচেয়ে বড় প্লেয়াররা একটা ইউনিট হিসেবে ভালো করেছে। গতবার কখনও সখনও স্বপ্ন সেটা সমস্যা হচ্ছিল। যতদূর মনে করতে পারছি আমরা গতবার এক দুই রানের জন্য ম্যাচ হেরে গিয়েছিলাম, এবার এক দুই রানে জিতছি তাতে বোঝা যায় টিম স্পিরিটটা কোন জায়গায় আছে। সেভাবে সফল না হলেও মিচেল স্টার্কের পাশে দাঁড়িয়ে পন্ডিতের বক্তব্য ও বিশ্বমানের বোলার সবাই চালিয়ে খেলছে বলেই স্টার্ক বেশি রান দিচ্ছে বলে মনে হচ্ছে। এটা হতেই পারে স্টার্ট মার খেলে দ্রুত ফিরে আসতে পারে। তরুণ বোলারাও দারুণ খেলছ। মালিক শাহরুখ খানকে নিয়েও পন্ডিত বলেছেন, শাহরুখ বলিউডের এত বড় অভিনেতা, তারপরও তিনি যেভাবে টিমের সঙ্গে সময় কাটান ,সবচেয়ে বড় কথা প্রত্যেকের সঙ্গে যেভাবে কথা বলেন, তা আমেজিং। টিমের কাছে শাহরুখ খান বড় মোটিভেশন। এদিনই চলতি বছরের শেষ বারের মতো অনুশীলন করল কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবার কলকাতায় ফিরব ট্রফি নিয়ে ২৭শে মে দেখা হচ্ছে শহরে।।
Discussion about this post