রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।আজ থেকে আগামী ৪৮ ঘন্টা রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলে মোট ছয় জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হবে। তারই মাঝে স্বস্তির বাতাবরণ।
আগাম বর্ষা আন্দামানে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী, বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৯শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় পহেলা জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষার সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার ১৭ই মে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও নিকোবর আইল্যান্ডে ঢুকবে ১৯শে মে রবিবার। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান বিহার বাংলাদেশ আসাম ও মধ্যপ্রদেশে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্নাবর্ত তৈরি হবে। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও সেই সম্ভাবনা এখনও পর্যন্ত খুব কম বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা।
এই আসন্ন বৃষ্টির স্পেলে কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে রাজ্যের বেশ কিছু জেলায়।
কলকাতায় আপাতত ড্রাই স্পেল চলবে। শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে রবিবার ফের আবহাওয়ার পরিবর্তন। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।
অর্থাৎ চলতি সপ্তাহের তাপপ্রবাহের জ্বলনে স্বস্তির প্রলেপ লাগাতে ফের হাজির বৃষ্টি।
Discussion about this post