দিল্লি ক্যাপিটালস এর হয়ে উইকেটের পেছনে এবং ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছে ঋষভ বন্ধ পন্হ । দুর্ঘটনার পর বহুদিন তাকে রিহ্যাবে থাকতে হয়েছিল । ইতিমধ্যে আইপিএলে দুটি ম্যাচে অর্ধ শত রান করেছেন। বিশ্বকাপ টি-টোয়েন্টি দলে তিনি অন্যতম দাবিদার। শেষ পর্যন্ত দলে থাকবে তো সব ঋষভ? নাকি এবার নতুন কোন উইকেট কিপার খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে । ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন ঋষভ পন্থ। সেই বিশ্বকাপে খেলেছিলেন ঈশান কিষান,মেহেদী হাসান ,রশিদ খান এবং সিমরান হেটমেয়ার দের মত খেলোয়াররা । ২০১৬ সালে রঞ্জিতে দ্রুততম সেঞ্চুরি করেন মাত্র ৪৮ বলে । ২০১৭ সালে জানুয়ারি মাসে বিরাট কোহলির অধিনায়কত্বের সফরকারি ইংরেজ দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য ভারতীয় দলের অন্তর্ভুক্ত হন ঋষভ পন্থ। ফাস্ট ফেব্রুয়ারি 2017 তারিখে ব্যাঙ্গালোরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটে তার । ১৯ বছর ১২০ দিন বয়সে টি-টোয়েন্টি খেলা ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটারের মর্যাদা পান । ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ভারতীয় উইকেট কিপার হিসেবে তিনি সেঞ্চুরি করেন । তিনি হলেন ভারতের ২৯১ তম টেস্ট খেলোয়াড়। প্রচন্ড আত্মবিশ্বাসী ব্যাটসম্যান এবং দুর্ধর্ষ কিপার হিসেবে নিজেকে ভারতের এক নম্বর উইকেট কিপার হিসেবে প্রতিষ্ঠিত করেন । কিন্তু তারপরেই দুর্ঘটনা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি, আর কোনদিনও খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ধীরে ধীরে তিনি মনের জোরে সুস্থ হয়ে ওঠেন এবং অনুশীলন শুরু করেন। দীর্ঘদিন অসুস্থ হয়ে কাটানোর পর আইপিএলে আবার নতুন করে খেলা শুরু করেন দিল্লি ক্যাপিটালসর হয়ে। তিনি এখন দিল্লি ক্যাপ্টেনস এর অধিনায়ক । এসব কি অটোমেটিক চয়েস নাকি অন্য কেউ এবার উইকেটের পেছনে থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপে? দেড় বছর পর মাঠে ফিরে চেনা ছন্দে তাকে পাওয়া যাচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিকি পন্টিং জানিয়েছেন তিনি মনে করেন বিশ্বকাপ দলে অবশ্যই থাকা উচিত ঋষভ পন্থের । তার মতে পন্থ কখনো লড়াই থেকে সরে আসেনি । ম্যাচের পর ম্যাচ নিজেকে উন্নত করেছে । পন্থের মতো লড়াকু ক্রিকেটারকে কখনোই দলের বাইরে রাখা উচিত নয় বলে তিনি মনে করেন । আর কয়েকদিন পরেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচন করা হবে।। অজিত আগারকার এর নেতৃত্বে এই নির্বাচন কমিটি কি করে, সেটাই এখন দেখার। তবে পন্থকে যে বাদ দেওয়া যাবে না সেটা এখনই জোর দিয়ে বলা যায়।
Discussion about this post