৫১টি স্কুলের সমস্ত পরীক্ষার্থীই ফেল করল। এমনই চমকে দেওয়া তথ্য সামনে এল। এমন ফলাফল চোখ কপালে উঠেছে শিক্ষাণুরাগী মানুষজনের। মোট ২৯ হাজার ৮৬১টি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেও ২৯৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পরীক্ষার্থীই পাশ করেছে। আর ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান তো লজ্জার নজির গড়ল। যদিও এই তথ্য পশ্চিমবঙ্গ বা ভারতের কোনও রাজ্যের নয়। বরং পড়শি দেশ বাংলাদেশের মাধ্যমিক এবং সমমান পরীক্ষার ফলাফলের সামগ্রিক চিত্র।
সম্প্রতি ২০১৪ সালের বাংলাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন। তিনি জানান, মোট ২৯ হাজার ৮৬১টি স্কুলের ছাত্র-ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ২৯৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পরীক্ষার্থীই পাশ করেছে। সামগ্রিক পাশের হার ৮৩ শতাংশ। গতবারের তুলনায় যা ৩ শতাংশ বেশি। ছাত্রদের পাশের হার ৮১.৫৭ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭ শতাংশ। কিন্তু সকলকে অবাক করেছে একটি পরিসংখ্যান। বাংলাদেশের ৫১টি স্কুলের সমস্ত পরীক্ষার্থীই মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি। গতবার এই সংখ্যা ছিল ৪৮টি। এবার আরও তিনটি স্কুল এই লজ্জার তালিকায় যুক্ত হল।
পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পিকে সাউ। এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে শোরগোল পরে যায়। জানা...
Read more
Discussion about this post