মে দিবসের দিন বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক মহল্লায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে মে দিবসের প্রাক্কালে বিজেপি প্রার্থী শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মীদের ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান তিনি । বিজেপি নেত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে চান তাঁদের সমস্যার কথা। পাশাপাশি বৈঠকে এদিন পদ্ম প্রার্থী শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, মোদি চটকল শ্রমিকদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। আগামীদিনে শ্রমিকরা যাতে আরও বেশি কাজ পায়, সেদিকে নজর রাখা হবে।আমি আগেও এখানে এসেছি। আর আজ মে দিবসের দিন মাতৃ শক্তিদের সঙ্গে দেখা করলাম। তবে এখানেই থেমে থাকেননি, এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শ্রমিকদের না জানিয়ে তৃণমূল চটকল মালিকদের সঙ্গে সম্পর্ক রেখে কাজের দিন কমিয়ে দিচ্ছে। কালো চুক্তি করছে। আগামীদিনে নতুন পলিশি ঠিক করে কাজ করবো শ্রমিকদের স্বার্থে। প্রধানমন্ত্রী বলে ছিলেন ২০২২ সালের মধ্যে সবার ঘর পাকা হবে। কিন্তু এখনও অনেক মজদুররা টালি ঘরে থাকেন। ঘরের টাকা লুট করেছে। যাদের পাওয়ার কথা তারা পায়নি। আগামীদিনে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হবে তাকে সেই ভাবেই ট্রিট করা হবে। যদিও এ প্রসঙ্গে একপ্রকার তৃণমূলকেই কাঠগোড়ায় তুলেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে ইসলামপাড়া হাল্ট স্টেশনে আরও ট্রেন দাঁড়ানোর প্রোপোজাল দিয়েছি। ট্রেন স্টপেজ নিয়ে আগামীদিনে কোনও সমস্যা থাকবেনা বলেও আশ্বাস লকেট চট্টোপাধ্যায়।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post