হাবিবপুরের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করে রিপোর্ট তলব কমিশনের। রিপোর্ট তলব সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে মালদায়। হবিবপুরের মঙ্গলপুরায় একটি বুথে রাস্তা ও সেতুর দাবিতে ভোট বয়কট করেছিল স্থানীয়রা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করে BDO, SDO। এরপরই ভোটকর্মীদের বুথে আটকে রাখেন গ্রামবাসীরা।
তাদের উদ্ধার করে ফেরার সময় আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। অভিযোগ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে একাধিক গ্রামবাসীও আহত। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা সামাল দিতে মাথা ফাটল শিলিগুড়ি মহিলা থানার IC-র। অন্যদিকে মালদহ উত্তরে ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হবিবপুরের মঙ্গলপুর এলাকা। মঙ্গলবার ভোটের পর গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জোড়ায় পুলিশ। ঘটনায় জখম হন বেশ কয়েকজন সাধারণ মানুষ ও পুলিশ কর্মীরাও। গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলপুরে ভোট বয়কটের ডাক দিয়েছিল গ্রামবাসীরা। সেই বয়কট অমান্য করে তিনজন ভোট দেয়। এরপরই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে বিডিও গেলে তাকেও আটকে রাখা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা।
Discussion about this post