সামনেই রাজ্যে লোকসভা নির্বাচন। হাতে বাকি মাত্র আর কয়েকটা দিন। ইতিমধ্যেই জোড় কদমে প্রচার সারছে শাসক বিরোধী সবপক্ষই। ১৯ শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় ভোট হবে উত্তবঙ্গের তিন কেন্দ্রে। একদিকে ভোট অন্যদিকে গরম। দুয়ে মিলে রাজ্যে উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। এই আবহেই সরকরি স্কুল ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটির মেয়াদ। তবে গরমের জন্য নয়, ছুটি বাড়লো ভোটের জন্য। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ২২ দিন থাকবে গরমের ছুটি। প্রতি বছর ৯ই মে থেকে ২০ শে মে পর্যন্ত গরমের ছুটি থাকে রাজ্যের সবকটি স্কুলগুলিতে। এবার তা বাড়িয়ে দেওয়া হল ভোটের জন্য। ৬ই মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। এ কথা জানিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক ঝলকে দেখে নেব, সপ্তম দফায় রাজ্যের কোনও কোনও জেলায় ভোট হতে চলেছে।
- ১৯ শে এপ্রিল ১ম দফা
কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি - ২৬ শে এপ্রিল ২য় দফা
রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং - ৭ই মে ৩য় দফা
মালদা উঃ, মালদা দঃ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর - ১৩ ই মে ৪র্থ দফা
কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল ও বহরমপুর - ২০ শে মে ৫ম দফা
শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি ও উলুবেড়িয়া - ২৫ মে ৬ষ্ঠ দফা
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল ও বিষ্ণুপুর - ১লা জুন ৭ম দফা
কলকাতা উঃ, কলকাতা দঃ, মথুরাপুর, ডায়মন্ডহারবার, দমদম, বারাসাত, বসিরহাট, যাদবপুর ও জয়নগরে
১৯ শে এপ্রিল থেকে রাজ্যে শুরু নির্বাচন পর্ব। সে কথা মাথায় রেখে ১৬ এপ্রিল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই কেন্দ্রের স্কুলগুলি। পাশাপাশি ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তাই দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ২৪ থেকে ২৭ শে এপ্রিল ছুটি দেওয়া হয়েছে এই জেলার স্কুলগুলিকে। এই তীব্র দাবদাহের এই ভ্যাপসা গরমে ছুটি এগিয়ে আসায়, ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলে, একটু হলেও স্বস্তি যে পাবে, তা বলাই যায়।
Discussion about this post