গ্রীষ্মের শুরুতেই তীব্র জলসংকট শুরু হয়েছে বাঁকুড়ার গ্রামে। সেকারণেই নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না হওয়ার অভিযোগ তুলে এবার পথ অবরোধে সামিল হলেন গঙ্গাজলঘাটির রামহরিপুর, চড়াডিহি, সাকোড়া, বিড়রা, শুয়াড়া, জেমুয়া সহ ওই এলাকার অন্তত ১২ টি গ্রামের মানুষ। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন দেশুড়িয়া-ফুলবেড়িয়া মোড় রাস্তার উপর রামহরিপুরে এই অবরোধের জেরে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য সাধারণ মানুষ। অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে, গঙ্গাজলঘাটির কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের চড়াডিহি, বিড়রা, শুয়াড়া, রামহরিপুর সহ আশে পাশের গ্রাম গুলিতে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পরিশ্রুত পানীয় জল সরবরাহের লাইন রয়েছে, রয়েছে কলও। কিন্তু ওই কল দিয়ে নিয়মিত ও পর্যাপ্ত জল মেলেনা। বিষয়টি বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কাজ হয়নি। এই অবস্থা চলতে থাকলে চলতি গ্রীষ্মের মরশুমে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে তাদের দাবি।অবরোধস্থলে উপস্থিত কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তপন জ্যোতি দুবে। তিনি বলেন, ইতিমধ্যে পূরো বিষয়টি প্রশাসন থেকে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর সর্বত্র জানানো হয়েছে। দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান হয়ে যাবে।অবরোধস্থলে উপস্থিত কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তপন জ্যোতি দুবে। তিনি বলেন, ইতিমধ্যে পূরো বিষয়টি প্রশাসন থেকে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর সর্বত্র জানানো হয়েছে। দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান হয়ে যাবে।লোকসভা ভোটের আগে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায় ও যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
সলমনের পর এবার টার্গেটে কিং খান। প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোনে শাহরুখকে প্রাণে মারার হুমকি...
Read more
Discussion about this post