মালদার হবিবপুর গাজোল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। দীর্ঘদিন ধরে গাজলের রানীগঞ্জ ও হবিবপুর ব্লকের জগন্নাথপুর , রাধাকান্ত পুর এলাকার মানুষের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। ব্রিজ না থাকার কারণে।হয় নৌপথে না হলে বিস্তীর্ণ এলাকা ঘুরে মানুষকে যাতায়াত করতে হয়। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি। এবার সরাসরি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন ব্রিজের দাবিতে গ্রামবাসীরা। গত পঞ্চায়েত ভোটে ব্রিজ ও রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেছিল। দোর গোরায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই তার দামামা বেজে গিয়েছে। তারা ভোট দিতে নারাজ।আগে ব্রিজ রাস্তা হবে তারপর ভোট।আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। একে অপরের উপর দোষারোপের পালা বিজেপি ও তৃণমূল।
এরই মধ্যে গ্রামবাসীরা জানাচ্ছে যতক্ষণ রাস্তা ও ব্রিজের কাজ না হবে ততক্ষণ তারা ভোট দেবে না।
ক্যাব চালকের সন্দেহ সত্যি করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। কুমোরটুলির পর এবার ঘোলা থানার...
Read more
Discussion about this post