হরিশ্চন্দ্রপুর: বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে তরোয়াল ও দা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।বুধবার সকালে এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার কাশিমপুর গ্রামে।এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয় বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে রাতেই ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাশিমপুর গ্রামের শাসকদলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গন্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে। অভিযোগ,এই গন্ডগোলের জেরে এদিন গভীর রাতে শাসকদলের পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়।সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস ও তার দলবলের বিরুদ্ধে।পাশাপাশি আরও অভিযোগ পূজন দাস ও তার দলবল কমল থোকদারের পরিবারের লোকদেরকে বেধড়ক মারধর করে।এই মারধরের জেরে গুরুতর আহত হয় কমল বাবুর মা তুলি থোকদার।বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।রাত পোহাতেই আবার সেই গন্ডগোল মাথাচাড়া দেয়।কমল বাবুর অভিযোগ বুধবার সকালে থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল
রাস্তাতেই তার বাইকে আটকে তাকে মারধর করে এবং বাইটি ভাঙচুর করে দেয়।এমনকি তরোয়াল দিয়ে বাইকটির বিভিন্ন জায়গায় কেটে দেয়।যদিও তৃনমূল নেতা পূজন দাসের পাল্টা অভিযোগ কমল থোকদার এবং বিজেপির লোকজনরাই পূজন বাবু এবং তার পরিবারের উপর হামলা চালিয়েছে।কমল থোকদার পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে।হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তদন্ত শুরু হয়েছে।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post