হুগলির পর এবার বীরভূম। প্রকাশ্য দিনের আলোতেই এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বালিপাচার। এরই মাঝে এলাকায় আচমকা অভিযান চালিয়ে ৯টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। বিডিও ও পুলিশ দেখে এলাকা ছেড়ে পালায় বালি মাফিয়ারা। ঘটনা ঘিরে উত্তেজনা বীরভূমের মুরারইয়ের রামনগর- তিওরপাড়া গ্রামের বাঁশলৈ নদী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় দৌরাত্ম্য চালাচ্ছিল বালি মাফিয়ারা । শুক্রবার সকালে এলাকায় মুরারোই -১ নম্বর ব্লকের বিডিও মুরারোই থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে পরে থাকা ৯ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগেই হুগলি আরামবাগের নৈসারার পারাদ্রা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ দ্বারকেশ্বর নদের নৈসরার পারাদ্রা থেকে এদিন প্রকাশ্য অবৈধ ভাবে বালি পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দেয় আরামবাগ থানার পুলিশ। সেখান থেকে বস্তা ভর্তি বালি সহ ৫ টি মোষের গাড়িকে আটক করে পুলিশ। এলাকায় পুলিশ দেখে ১ জন পালাতে গেলে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
Discussion about this post