পানীয় জলের তীব্র সংকট ক্রমশ চরম আকার ধারণ করেছে রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামে। গ্রামের ৩০০-৪০০ মানুষকে নির্ভর করতে হচ্ছে কেবলমাত্র একটি মাত্র টিউবওয়েলের উপর। প্রশাসন দ্রুত কোনও ব্যবস্থা না নেয়, তবে তারা বড় আন্দোলনের হুশিয়ারী গ্রামবাসীর
গ্রীস্মের আগেই পানীয় জলের তীব্র সংকট ক্রমশ চরম আকার ধারণ করেছে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামের জামাইপাড়া সংলগ্ন এলাকায়। আধুনিক সমাজেও যখন জলাধার ও পরিশ্রুত পানীয় জলের নানা প্রকল্প গড়ে উঠছে, তখন এই গ্রামের ৩-৪০০ মানুষকে কেবলমাত্র একটি মাত্র টিউবওয়েলের জলেই নির্ভর করতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে ব্যবহার করছেন পুকুরের জলও।
গ্রামের কেন্দ্রে একটি কংক্রিটের মোটর ট্যাঙ্কি রয়েছে, যার সঙ্গে সংযুক্ত চারটি কলের পয়েন্ট। কিন্তু দুঃখজনক ভাবে, একটিও সচল নেই! দীর্ঘ এক বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও, কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু আশ্বাস মিলেছে, বাস্তব পরিস্থিতির বদল কিছুই ঘটেনি।
এক গ্রামবাসী জানান, “বছরের পর বছর শুধু আশ্বাসই পেয়েছি, কিন্তু জল পাইনি! এত কল থাকার পরও আমাদের এত কষ্ট করতে হচ্ছে কেন?” – এই ক্ষোভই প্রতিফলিত হচ্ছে পুরো গ্রামজুড়ে।
গ্রামের মানুষের স্পষ্ট দাবি, অবিলম্বে সমস্ত কল মেরামত করতে হবে এবং পানীয় জলের জন্য স্থায়ী সমাধান করতে হবে। যদি প্রশাসন দ্রুত কোনও ব্যবস্থা না নেয়, তবে তারা বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
Discussion about this post