ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও স্কুল গুলির পরিকাঠামোর একাধিক সমস্যা রয়েছে রাজ্য জুড়ে। এই সমাধানের দাবীতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির।
ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও স্কুল গুলির পরিকাঠামোর একাধিক সমস্যা রয়েছে রাজ্য জুড়ে। এই সমাধানের দাবীতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। সংগঠনের শিক্ষক সদস্যরা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ শেষে শিক্ষক সমিতির প্রতিনিধি দল জেলা বিদ্যালয় সংসদ কার্যালয় ‘বিদ্যা ভবনে’ গিয়ে তাঁদের দাবী পত্র তুলে দেন আধিকারীকের কাছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরের মধ্যে বিদ্যালয় গুলির কম্পোজিট গ্র্যান্ট মিটিয়ে দেওয়া, বিদ্যুৎ বিল, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার প্রদান, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি সহ ১৮ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু হয়েছে। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী তাঁরা দেন।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক বিমান পাত্রের দাবী, ২০১১ পরবর্ত্তী সময়ে এরাজ্যে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা বেড়েছে। সরকারী প্রতিষ্ঠান বন্ধের চক্রান্ত চলছে। বর্তমানে যা পরিস্থিতি দৈনন্দিন স্কুল পরিচালনার খরচ দেওয়া বন্ধ, ফলে শিক্ষক শিক্ষিকারা বহন করতে বাধ্য হচ্ছেন। এই অবস্থার বদল চেয়ে ছাত্র ছাত্রীদের স্বার্থে, সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার তাগিদ ও পেশাগত দাবীতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে তিনি জানান।
Discussion about this post