“জয় ঈশ্বানীশ্বর মায়ী কি জয়” শিব মন্দিরে প্রবেশ করে ভূল স্লোগানে মন্দির কুলশিত হয়েছে বলে অভিযোগ। তারপর জল দিয়ে মন্দির চত্বর ধুয়ে ফেলে মন্দিরের সেবাইতরা। এই রকমই ঘটনা টি ঘটেছে বর্ধমান-১ ব্লকের কুড়মুন গ্রামে। এই গ্রামে রয়েছে প্রায় ৩০০বছর পুরাতন “ঈশ্বানেশ্বর” শিব মন্দির। এই মন্দির কে কুড়মুন গ্রাম সহ অন্যান্য গ্রামের মানুষ খুব মান্য করে। বৃহস্পতিবার এই মন্দিরে পূজো দিতে আসেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার সঙ্গে পূজো দিতে আসেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। দিলীপ ঘোষ সহ বাকিরা মন্দিরে চত্বরে প্রবেশ করেই “জয় ঈশ্বানীশ্বর মায়ী কি জয়” এই স্লোগান দিতে থাকে। শিব মন্দিরে পূজো দিয়ে দিলীপ ঘোষ বেরিয়ে যেতেই মন্দিরের এক সেবাইত জল দিয়ে সম্পূর্ণ মন্দির ধুয়ে ফেলে। এবিষয়ে সেবাইত সুজয় মন্ডল বলেন, মন্দিরে বেশী সংখ্যাক লোক উঠে পরার পাশাপাশি ভূল স্লোগান দেওয়া হয়। এর জেরেই মন্দির চত্বর টা ধুয়ে ফেলা হয়েছে বলে কার্যত স্বীকার করে নেন তিনি।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post