সোমবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল ইডি। জমি দখল সংক্রান্ত মামলায় এই চার্জশিট পেশ করল ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শাহজাহানের গ্রেফতারির ৫৬ দিনের মাথায় কলকাতায় বিশেষ ইডি আদালতে জমা পড়ল ১১৩ পাতার চার্জশিট। ওই চার্জশিটে শেখ শাহজাহানের নাম ছাড়াও রয়েছে শাহজাহানের ভাই আলমগির এবং ঘনিষ্ঠ দিদার বক্স ও শিবু হাজরার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির অফিসারদের কাছে। এমনকি পেশ করা চার্জশিটে এমন কিছু তথ্য রয়েছে, যা পরবর্তীতে শেখ শাহাজাহানের জামিন পাওয়ার ক্ষেত্রে বড়সড় প্রতিরোধক হয়ে দাঁড়াবে।প্রসঙ্গত, সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত বিস্তর অভিযোগ উঠেছিল শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১৮০ বিঘা জমি শাহজাহান দখল করেছিলেন এবং সেখান থেকে ২৬১ কোটিরও বেশি টাকা হাতিয়েছেন। জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্র ধরেই এই টাকার সন্ধান পেয়েছে ইডি। যার মধ্যে ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও ইডি সূত্রে খবর। এই বিপুল পরিমাণ টাকার উল্লেখও চার্জশিটে রয়েছে।
রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন অ়ঞ্চলে। এবার এরই মাঝে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে...
Read more
Discussion about this post