ভোটের গণনার আগেই বড় স্বস্তি পেলেন রেখা পাত্র। আগামী ৫ জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবেনা পুলিশ। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের আবেদন, রেখা সংগ্রামী মহিলা। গণনার আগে ফের তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে পুলিশ। মিথ্যে অভিযোগ করে এমন ধারা দেওয়া হয়েছে যেটাতে তাঁর দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।
অন্যদিকে, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকেও রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। আগামী ২১ শে জুন পর্যন্ত কোন কড়া পদক্ষেপ করতে পারবে না। এই মামলার পরবর্তী শুনানি ১৮ জুন। উল্লেখ্য, পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। এদিকে বসিরহাটে নির্বাচনের দিন হিংসার ঘটনায় সন্দেশখালিতে আরও সাতজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সবাই বিজেপি কর্মী। আগেও পাঁচজনকে এই কারণে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের উপর আক্রমণ করার জেরে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১২। এটা পরে বাড়বে কিনা সেটা সময় বলবে। পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গোলমাল ঘটানোর অভিযোগে আগেই বিজেপির পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ভোটের ফলপ্রকাশের ঠিক আগের দিন আরও সাতজনের গ্রেফতারির খবর সামনে এল।
অন্যদিকে ১ জুন শনিবার শেষ হয়েছে লোকসভা ভোট। আজ ভোটের গণনা, ফলাফল। এবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী। হাইকোর্টে মামলা করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। মামলাকারী বিজেপি প্রার্থীদের আশঙ্কা, নির্বাচনের ফলাফলের মুখে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে তাদের।
অন্যদিকে, বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে। এলাকায় যাওয়ার অনুমতি দিক হাইকোর্ট আর্জি জানিয়েছেন তিনি। সব কটি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে।
Discussion about this post