উত্তরবঙ্গের তিন সংসদীয় আসনের প্রচারের পর এবার মমতার টার্গেট বালুরঘাট লোকসভা কেন্দ্র। এপ্রিল মাসেই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভার নির্বাচন রয়েছে বাংলায়। তার আগে বালুরঘাটে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৮, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাটে জনসভা করবেন মমতা। বুনিয়াদপুর, কুমারগ্রামে সভা করবেন মমতা। গত ৬ এপ্রিল বালুরঘাটের তপনে সভা করেছিলেন মমতা। সবমিলিয়ে বালুরঘাটেই ৪ টি সভা করছেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গের তিন কেন্দ্রে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রায়গঞ্জের থেকে বালুরঘাট কেন্দকেই বেশি প্রাধান্য দিচ্ছে তৃণমূল। এদিকে, উত্তরবঙ্গে ফের জোড়া নির্বাচনী সভা রয়েছে নরেন্দ্র মোদির।
Discussion about this post