দেশের বিভিন্ন প্রান্তে যখন একের পর এক প্রার্থী জাঁকজমক করে লোকসভা নির্বাচনের প্রচার চালাচ্ছেন তখন নিতান্ত সাদামাটা প্রচার করতে দেখা গেল পদ্মশ্রী-প্রাপ্ত প্রার্থীকে। সবজি-বিক্রেতাদের সঙ্গে কথা বলে, ফুলের মালা তৈরি করে ও সবজি বিক্রি করে প্রচার সারছেন তিনি। না না ঘটনাটি রাজ্যের নয়। ঘটনাটি তামিলনাড়ুর। লোকসভা ভোটে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন ৬২ বছরের এস দামোদরন। তিরুচিরাপল্লির বাসিন্দা। তার প্রতীক গ্যাস স্টোভ। শহরের গান্ধী মার্কেটে তাঁকে সম্প্রতি প্রচার সারতে দেখা যায়। সংবাদ সংস্থা দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ত্রিচি কেন্দ্রের আমি একজন নির্দল প্রার্থী। এই মাটির সন্তান আমি। ত্রিচি শহরের বাসিন্দা। অ্যাসোসিয়েট সার্ভিস ভলান্টিয়ার হিসাবে স্বাস্থ্যকেন্দ্রে ৪০ বছরের বেশি কাজ করছি। মাত্র ২১ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলাম। এখন আমার বয়স ৬২। ৬০ বছর বয়সে, স্বাস্থ্য ক্ষেত্রে আমার কাজের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাই। গ্রামীণ ও শহর এলাকায় জলের পরিষেবা ও স্বাস্যবিধির ব্যবস্থা করার কাজে যুক্ত ছিলাম আমি।” সামাজিক কাজে তার অবদানের জন্য তাকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, ২১ বছর বয়স থেকে তিনি সামাজিক কাজকর্ম শুরু করেন বলে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় থেকে তিনি সামাজিক কাজে যুক্ত। ৯ জন প্রধানমন্ত্রী আমলে তিনি কাজ করেছেন। নির্দল প্রার্থী জানান, সমস্ত স্পনর্সড গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচিতে কাজ করেছি এবং প্রত্যেক গ্রামকে রোল মডেল গ্রাম বানিয়েছি।” তবে নজর কেড়েছে তাঁর অভিনব প্রচার। যদি তিনি নির্বাচিত হন তাহলে কী করবেন তিরুচিরাপল্লির জন্য? প্রশ্নের উত্তরে এস দামোদরন বলেন, “ত্রিচিকে পরিষ্কার ও সবুজ শহর গড়তে হবে আমাদের। যেহেতু শহরটা মধ্যিখানে অবস্থিত এবং প্রচুর বাস ও যানবাহন যাতায়াত করে, তাই সকলে এখানে একটা রিং রোড চাইছেন। ত্রিচি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আমরা ফাইওভারের কাজ করছি।”
Discussion about this post