ভয়ঙ্করী তিস্তা নদীর ওপর তৈরি করা হল ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ। প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা এই অসাধ্য সাধন করেছে। সময় লেগেছে মাত্র ৪৮ ঘণ্টা। একটানা বৃষ্টির জেরে সিকিমে নদীর জল উপচে উঠেছে। উত্তর সিকিমের খরস্রোতা নদীর উপর মাত্র দুই দিনে সেতু তৈরি করে চমকে দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা। প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের সীমান্ত এলাকায় থাকা গ্রামগুলি অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সেখানকার মানুষদের অন্য এলাকার সঙ্গে যুক্ত করার জন্য ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়াররা হেঁটে যাওয়ার জন্য ১৫০ ফুটের একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করেছেন। প্রাণের ঝুঁকি নিয়ে ওই ঝুলন্ত সেতু তৈরি করেছেন সেনা-জওয়ানরা। দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলেফেঁপে উঠেছিল তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা ভেঙে গিয়েছে ব্রিজ। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন সিকিমের স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করল ১৫০ ফুট লম্বা ফুট ব্রিজ। ভয়ঙ্করী তিস্তা নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই ফুটব্রিজ। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাঁদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন।
আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরীর কাজ। উত্তর সিকিমে উদ্ধার ও ত্রাণকার্যে ভারতীয় সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখনও পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে ত্রিশক্তিবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তার জন্য সেনার তরফে প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, তিস্তা ভারী বৃষ্টির জেরে একাধিক জনের মৃত্যু হয়েছে। ১৫০০ জনের বেশি পর্যটক আটকে পড়েছিলেন। মংগন জেলার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন যায়। কয়েকদিন আগে সব পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।
Discussion about this post