২২ শে এপ্রিল কাশ্মীরের পহেলগাও এর বৈসরণ ভ্যালিতে ঘটে যায় নৃশংস সন্ত্রাসী হামলা। আর ২৩ এপ্রিল থেকেই পাক রেঞ্জার্সের হাতে বন্দি ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ। কবে মুক্ত হবেন পুর্নম? কবে ফিরবেন বাড়ি তিনি? সকলেই উৎকণ্ঠায় বিএসএফ জওয়ান এর রিষড়ার বাড়িতে। রবিবার দুপুরে বিএসএফ জওয়ান এর স্ত্রী এর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৩শে এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর বর্ডারে পাক রেঞ্জার্সদের হাতে আটক হয় রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। তাঁর মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু পাকিস্তানের তরফে কোন সাড়া পাওয়া যায়নি বলেই জানিয়েছে ভারত। এমনকি পাকিস্তানের পক্ষ থেকে পূর্নমের মুক্তির প্রসঙ্গে কোনও সদুত্তর মেলেনি। ২০ দিন পেরিয়ে গেলও এখনও কোনও ইতিবাচক বার্তা আসেন। যা নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ পরিবারের। পাক রেঞ্জার্সের হাতে আটক স্বামীর খোঁজে হুগলির রিষড়া থেকে পঞ্জাব পাড়ি দিয়েও, শেষমেষ আশ্বাস ছাড়া আর কিছুই নিয়ে ফিরতে পারেননি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। তার স্বামীকে ফেরানোর বিষয়টা গুরুত্ব সহকারে দেখুক কেন্দ্রীয় সরকার দাবি রজনী সাউয়ের। পাশাপাশি জওয়ান এর স্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান বলে জানিয়ে ছিলেন। এরপরই রবিবার দুপুরে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ এর পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বিএসএফ জবানের মুক্তির প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রী সরাসরি জানালেন জওয়ানের স্ত্রী রজনী সাউ , কি বলছেন রজনী শুনুন,,,
উল্লেখ্য ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় বিএসএফ জবান পূর্ণম কুমার সাউকে আটক করে পাক রেঞ্জার্স। একটার পর একটা রাত কেটে যাচ্ছে। আর অপেক্ষায় পরিবার। এখনও পাকিস্তানের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। চিন্তায় ঘুম উড়েছে হুগলির রিষড়ার পরিবারের। পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ? প্রশ্ন তার পরিবারের।
প্রসঙ্গত সম্প্রতি ভারত পাক সংঘাতের সময় এক পাক রেঞ্জার্সকে রাজস্থানে বন্দি করে বিএসএফ। এই প্রতিশোধে কিছুটা আশার আলো দেখা শুরু করে পূর্নমের পরিবার। কিন্তু ভারত পাক সংঘর্ষ জোরালো হতেই আশঙ্কায় দিন কাটাচ্ছে বিএসএফ জওয়ান পূর্ণমের অন্তঃসত্তা স্ত্রী ও গোটা পরিবার।
Discussion about this post