হাইকোর্টের অনুমতির পর মালদহের মোথাবাড়িতে পৌছালেন শুভেন্দু অধিকারী। মোথাবাড়িতে পৌছে আক্রান্তদের বাড়ি গিয়ে আক্রান্ত পুরুষ-মহিলাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আক্রান্তদের সঙ্গে দেখা করে আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মালদা জেলার মোথাবাড়ি অঞ্চল। দুই গোষ্ঠীর সংঘর্ষে ভাঙচুর করা হয় দোকান ও গাড়িতে, রাস্তাতেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বাইক ও গাড়ি। হিন্দুদের উপর ব্যাপক হামলা চলে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে মাঠে নেমে লাঠিচার্জ পুলিশের, পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অনুমতিতে মালদার মোথবাড়িতে পৌছালেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেখেই এলাকায় জয় শ্রী রাম স্লোগানের রব ওঠে। বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে পড়েন আক্রান্ত এক গ্রামবাসী। মোথাবাড়িতে গিয়ে আক্রান্ত পুরুষ-মহিলাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আক্রান্তদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন বিরোধী দলনেতা রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, তাই ভয় পাবার কিছু নেই।
আক্রান্ত পুরুষ-মহিলাদের সঙ্গে দেখা করে শুভেন্দু বলেন, এখানে সরকার মানুষকে নিরাপত্তা না দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। পুলিশ যে ২৪ জনকে ধরেছে তারা প্রকৃত দোষী নয় দাবী বিরোধী দলনেতার। সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত দোষীদের ধরতে হবে। পাশাপাশি এই ঘটনায় এনআইএ, সিবিআই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু আরও বলেন, শাসকদলের মদতেই মোথাবাড়িতে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযোগ শুভেন্দুর। শ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। ৬টি মামলা রুজু করে পুলিশ। জল গড়ায় হাইকোর্টে।
গত শুক্রবার মোথাবাড়িতে নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব বলে উল্লেখ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না বলেও জানায় হাইকোর্ট।
Discussion about this post