মেয়ে পালিয়ে বিয়ে করেছে বছর দুই আগে, এই অপরাধে পরিবারকে গ্রামছাড়া করে বাড়ি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তার দলবল। ঘটনাকে ঘিরে সোরগোল মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়।
ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকার বাসীন্দা উপেন মন্ডলের মেয়ে বছর দুয়েক আগে পালিয়ে বিয়ে করে। পড়ে পরিবারের সদস্যরা মেনে নেন মেয়ের বিয়ে। এতেই গোঁসা হয় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার সহ গ্রামবাসীদের একাংশের। সেই গোঁসা থেকে প্রথমে তারা উপেন মন্ডল সহ তার পরিবারের সদস্যদের মারধর করে গ্রামছাড়া করেন বলে অভিযোগ। তবে শুধু গ্রামছাড়া করা নয়। এরপর তৃণমূলের উপেন মন্ডলের বাড়ি দখল নেওয়ার চেষ্টা অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে।
উপেন মন্ডল ও তার স্ত্রী শেফালী মন্ডলের অভিযোগ, ঘটনার পর থেকে তারা দুবছর ধরে বাড়ি ছাড়া রয়েছেন। বাড়িতে ঢুকতে পারছেন না। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন। বাড়িতে ঢুকলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি প্রথমে তিনি ইংরেজবাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ার বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকারের দাবী, বাড়ি দখল করার কেউ নন, গ্রামবাসীরা তাদের গ্রাম ছাড়া করেছেন বাড়িতে অবৈধ কাজ করার অভিযোগে। গ্রামবাসীরাই বাড়িতে ঢুকতে দিচ্ছেন না পরিবারকে. গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল পঞ্চায়েত সদস্যকে সতর্ক করে বিজেপি নেতার পরামর্শ, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের বাড়ি দখল করার যে প্রবণতা সেটা অবিলম্বে ছাড়ুন আর প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। না হলে আগামী দিনে আপনাদের জন্য বড় বিপদ নেমে আসতে পারে।
Discussion about this post