আজ রামনবমী। রামের জন্মতিথি উপলক্ষে সারা দেশব্যাপী পালন হচ্ছে রামনবমী। রাজ্যের একাধিক জায়গায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে নিউটাউন রামমন্দিরে রামনবমীর পুজো দিয়ে নিউটাউন থেকে শোভাযাত্রার শুভ সূচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ধর্মীয় শোভাযাত্রা উপলক্ষে প্রথম দফা লোকসভা নির্বাচনের আগে যাতে কোনও অশান্তি না ছড়ায় তাই রামনবমীতে বাড়তি নজরদারি রাখছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, অশান্তি প্রবণ এলাকা অর্থাৎ স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। এলাকাগুলিতে নিরাপত্তা আঁটোসাটো করতে অন্য এলাকা থেকে বাহিনী মোতায়েন করা হচ্ছে। আলাদা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিস্থিতি সামলাতে। আদর্শ আচরণবিধি চলাকালীন রামনবমীর নিরাপত্তায় বাড়তি নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গতবছর রামনবমীকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। এবছর এই সমস্ত এলাকাগুলির পাশাপাশি নৈহাটি, শ্রীরামপুর, উলুবেড়িয়া, আসানসোল, খড়গপুর, দমদম, ব্যারাকপুর, বারাসত, বসিরহাটে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। প্রতিটি জেলাতেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
Discussion about this post