রঘুনাথগঞ্জে এক নম্বর ব্লকের রাণীনগর গ্রাম পঞ্চায়েতের বৈকন্ঠপুরের গঙ্গা ভাঙ্গনের কারণে রাস্তার মধ্যেই হালকা ফাটল দেখা যায়। সেটি একটু বৃদ্ধি পেলেও ভয়াবহ রূপ ধারণ করেনি, তবে একদিন যেতে না যেতেই বৈকুণ্ঠপুরের কাটানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তা ভেঙে পড়ে, রাস্তার ভয়াবহ রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মাত্র মাস চারেক আগেই কাটানে বাধানোর কাজ এবং ঢালাই রাস্তা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। তবে কিভাবে এতো তাড়াতাড়ি আবারও ভয়াবহ পরিস্থিতি হয় বৈকন্ঠপুরের গঙ্গা ভাঙ্গন ও রাস্তার। কোন নিয়ম মেনে কাজ করা হয়নি, কাজের অসংগতির কারণেই আবারো এই ভয়াবহ রূপ ধারণ করল বৈকন্ঠপুরের রাস্তা অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলীমের অভিযোগ কাজের মধ্যে অসংগতি ছিল বলেই চার মাসের মধ্যেই ভেঙে গেল এই রাস্তা। সামনেই ঈদ এই সময় এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। প্রত্যেক দিন প্রায় হাজার হাজার মানুষ রঘুনাথগঞ্জ যাবার জন্য এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। কাজেই এই রাস্তার সমস্যার জন্য প্রচুর মানুষকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। জেলা পরিষদ সদস্য জেসমিনা পারভিনের বক্তব্য নদীর বাঁক রয়েছে ওই অঞ্চলে সেকারনেই জলের ধাক্কায় রাস্তায় ফাটল হয়েছে। তবে স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করেন জেলা পরিষদ সদস্য। পাশাপাশি এই রাস্তা দিয়ে ভাড়ি যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিডিও রঘুনাথগঞ্জ সুবীর দাস জানালেন ইতিমধ্যে উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যান চলাচলে বিধি নিষেদ আরোপ করা হয়েছে, আপতকালীন গাড়ি ছাড়া ভাড়ি গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
Discussion about this post