অন্তিম লগ্নে লোকসভা নির্বাচন। ১ লা জুন শেষ দফায় ভোট রয়েছে রাজ্যের ৯ টি কেন্দ্রে যার মধ্যে অন্যতম নজরকাড়া বসিরহাট লোকসভা আসন। শুক্রবার সকাল থেকই ভোট কর্মীরা তাদের নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভোট সুষ্ঠুভাবে করাতে কড়া নজরদারি নির্বাচন কমিশনের।
উল্লেখ্য, বসিরহাটে মোট ভোটারের সংখ্যা ১৮,০৪,২৬১। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯২৩৩৭৫। মহিলা ভোটার রয়েছেন ৮৮০৮৫২। মোট বুথের সংখ্যা ১৮৮২।
প্রসঙ্গত, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বছরের শুরু থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছিল. সন্দেশখালির একদা বেতাজ বাদশা শেখ শাহজাহান বর্তমানে জেলে। এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার সরব হয়েছিলেন বাসিন্দারা। সেই অশান্তির রেশ কাটতে না কাটতেই ভোট হতে চলেছে সন্দেশখালি তথা বসিরহাটে। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। দ্বীপাঞ্চলের দিকেদিকে সকাল থেকেই টহল দিচ্ছে বাহিনী।
Discussion about this post