কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে উঠল জোরপূর্বক বীনাপাণি দেবীর মন্দির দখলের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মন্দির দখলের অভিযোগ মমতাবালা ঠাকুরের। ভক্তদের মারধরও করা হয়েছে বলে জানা যাচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরের গেট ভাঙছেন শান্তনু। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। এখন প্রশ্ন মন্দিরে তালা দেওয়া হল কেন। কে বা কারা তালা দিল। শনিবার শুরু হয়ে মতুয়াদের ধর্ম মহা মেলা।
দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীণাপাণি দেবীর মন্দির দখলের অভিযোগ দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শনিবার শুরু হয়ে মতুয়াদের ধর্ম মহা মেলা। রবিবার সন্ধ্যায় বীণাপাণি দেবীর মন্দির কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মমতা বালা ঠাকুরের অভিযোগ বড় মা বীণাপাণি দেবীর মন্দির জোর পূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করে। এবং বেশ কয়েকজন ভক্তদের মারধর ও করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড় মা বিনা পানি দেবীর মন্দিরের তালা ভাঙছেন। এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর।
ধানমন্ডির ধ্বংসস্তূপে পাকিস্তানের ছায়া! গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে এমনই তত্ত্ব সামনে আসছে। গত ৫...
Read more
Discussion about this post