বীরভূম, সিউড়ি: আবারও বিক্ষোভের মুখে শতাব্দী রায়। এবার তিনবারের সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেও দাবি তুললেন গত ১০ বছরে সাংসদকে একবারও দেখা যায় নি। আবার কেও দাবি তুললেন আবাস যোজনার বাড়ি পায় নি, কেও আবার বললেন ১০০ দিনের কাজ হয় নি। অনেকে আবার বললেন, যাঁরা দল করছে তাঁরাই কেবল সুবিধা পাচ্ছে। সাধারণ মানুষ কোন সুবিধা পাচ্ছে না। শনিবার সকাল সকাল তৃণমূল প্রার্থীকে পেয়ে এমনই একগুচ্ছ দাবি নিয়ে ক্ষোভ উগড়ালেন।
এদিন সকালে মহম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে গ্রামে পৌছাতেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, গত দশবছরে শতাব্দীকে একবারও দেখা যায় নি। আবার অনেকে বলছেন সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন। সাধারণ মানুষ পায় নি। যদিও শতাব্দীর পাল্টা দাবি, “কেন পাইনি দেখতে হবে।”
Discussion about this post