নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ নিয়ে রাজ্য রাজনীতি। এই আবহাওয়াতে মতুয়াদের ধর্মীয় মহা মেলা। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্ম তিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হল মতুয়াদের ধর্মীয় মহামেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয় ঠাকুরনগরে। ডংকা, কাশর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তন এর মধ্যে দিয়ে চলে আরাধনা। অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও। ঠাকুর বাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত। পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান। উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা। ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বস্থ মাঠেই সাত দিন ধরে চলবে মেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বিনাপানি দেবী অর্থাৎ বড় মা’র মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা।মতুয়া ধর্মের মহা মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো।
বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। যা ঘিরে এমনিতেই উত্তপ্ত রাজনীতির ময়দান।...
Read more
Discussion about this post