শনিবার মালিদায় বিজেপি কর্মীদের দেখতে এসে মারের বদলা মারের নিদান দিয়েছিলেন জেলা বিজেপি সভাপতি। রবিবার সেই এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান বিশ্বজিৎ দাস। তিনি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। সেখানেই বলেন, জেলা বিজেপি গ্রামে এলে পিছমোড়া করে বেঁধে রাখতে। বনগাঁ লোকসভা নির্বাচনের দিন বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা হাই স্কুল সংলগ্ন বুথ এলাকায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে | উভয় পক্ষের কয়েকজন জখম হয় | মালিদা গ্রামে এসে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিজেপি সমর্থকদের বলেছিলেন আগামী চার তারিখ ভোটের ফলাফল বেরোনোর পর সুদ সমেত বদলা নেওয়া হবে ।
রবিবার দুপুরে সেই মালিদা গ্রামে আসেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ স্থানীয় তৃনমূল নেতাকর্মীরা | আতঙ্কগ্রস্ত তৃণমূল কর্মীদের আশ্বস্ত করেন তিনি এবং বলেন আপনারা ভয় পাবেন না | বিজেপির জেলা সভাপতি এলাকায় এসে যদি সন্ত্রাস তৈরি চেষ্টা করে আপনারা ওকে গাছে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ১ জুন বারাসত লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে চড়ছে রাজনীতির পারদ।তৃনমূল প্রার্থীর এই মন্তব্য কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ,শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Discussion about this post