কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দ্বিতীয় অস্ত্রের খোঁজে খালে ডুবুরি নামানো হয়েছে। সকাল থেকে চলছে তল্লাশি। কসবা এলাকার একটি খালের জলে পিস্তলের খোঁজ করছেন তদন্তকারীরা। লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় পলাতক আরেক দুষ্কৃতী সেখানকার একটি জলাশয়ে আগ্নেয়াস্ত্র ফেলে দিয়েছিল ৷ এবার সেটির খোঁজ শুরু করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ পাশাপাশি খালের ধারের জঙ্গলেও খোঁজ চলে। প্রায় ৪০ মিনিট এই তল্লাশি চলে। জঙ্গলেও প্রায় ১৫-২০ মিনিট তল্লাশি চালানো হয়। তবে কোনও অস্ত্র মেলেনি বলেই খবর। সূত্রের খবর, সোমবার স্নিফার ডগ নামানো হতে পারে সেখানে। কসবাকাণ্ডে এখনও অবধি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম গ্রেপ্তারি যুবরাজ সিং। শনিবার সকালে আহমেদ খান নামে এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শনিবারই পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেপ্তার হয় গুলজ়ার। এই গুলজ়ারই মাস্টার মাইন্ড বলে মনে করছে পুলিশ। তিন জনকেই এদিন আদালত ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কসবার শুটআউটকাণ্ডে ইতিমধ্যেই উঠে এসেছে বিহার যোগ। উঠে এসেছে বিহারের এক দুষ্কৃতী ইকবালের নাম। ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র দিয়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছে। এর আগেও অগস্ট ও অক্টোবর-দু’বার সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post