চতুর্থ দফা ভোটের দিনই ফের উত্তপ্ত সন্দেশখালি। রণক্ষেত্র চেহারা নিয়েছে গোটা এলাকায়। বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে অশান্তি বেড়মজুর এলাকায়। পরে তা আরও বড় আকার নেয়। অভিযোগ, বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে কয়েকজন বিজেপি কর্মী পোস্টার লাগাচ্ছিলেন। বেশ কিছু স্থানীয় মানুষজন সেই পোস্টার লাগাতে বাধা দেয়। স্থানীয়রা তৃণমূল কর্মী বলে অভিযোগ। তখনই বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত হয় দুই বিজেপি কর্মী। রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। এলাকার লোকজনও বিক্ষোভ শুরু করেন। শেখ শাহজাহানের ভাইকে এখনো কেন গ্রেফতার করা হলো না প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মহিলারা। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করেছে পুলিশ। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেছে মহিলাদের। সন্ধের পর পরিস্থিতির আরও জোরালো হয়ে ওঠে। স্টিংকাণ্ডে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী।
আজ সকালে আবারো অশান্ত সন্দেশখালি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ার। তার প্রতিবাদে আবারো রাস্তায় সন্দেশখালীর মহিলারা। তাদের প্রশ্ন, অপরাধী ছেড়ে প্রতিবাদীকে কেন গ্রেফতার? পাশাপাশি পুলিশের ভূমিকায় ক্ষোভ।
Discussion about this post