নতুন বছরে কনকনে শীতের স্বাদ পেতে চলেছে বঙ্গবাসী। ভরা শীতের মরসুমেও শীতের দেখা না মেলায় বেশ আশাহত প্রতিটি মানুষ। আর শীতপিপাসু মানুষ তারা এখনও অধির অপেক্ষায় রয়েছে কনকনে শীতের আশায়। তবে হাওয়া অফিস জানাচ্ছে বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। এমনকি চলতি বছরের শেষ দিনে অনেকটাই নামবে পারদ। বর্ষ শেষের রাতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। আজ মূলত পরিস্কার আকাশ। আজ থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে । আগামী ৪ দিনে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। ১ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে । জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার নামবে তাপমাত্রার পারদ। বুধবার নতুন বছরের প্রথম দিনের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বর্ষ শেষের রাতে অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল পরশ বাংলায়। চলতি বছরের শেষ ও নতুন বছরের প্রথম দিন কলকাতাতে ১৪ ডিগ্রি বা তার নিচে চলে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলায় দশ ডিগ্রীর নিচে নামবে পারদ। কোনো কোনো জেলায় ৬ বা ৭ ডিগ্রি নামতে পারে পারদ। জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে।
উত্তরবঙ্গে আজ পরিষ্কার আকাশ। বৃষ্টির পরও ঝলমলেই থাকবে আকাশ। আজ রাতে নামবে পারদ। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সোমবার থেকে আরও পারদ পতন হবে উত্তরবঙ্গে। বর্ষশুরু অর্থাৎ বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ পেতে পারে উত্তরবঙ্গ।
কলকাতা উধাও হওয়া শীতের আমেজ আজ থেকে ফিরতে চলেছে শহরে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ৪ ডিগ্রি উপরে। আজ রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কাল বর্ষ শেষ বা পরশু বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। বর্ষবরণে স্বাভাবিকের কাছে অর্থাৎ ১৪ ডিগ্রি সেলসিয়াস এ নামতে পারে কলকাতার পারদ। সেক্ষেত্রে ৪৮ ঘণ্টায় প্রায় ৪ ডিগ্রি পারদ পতনের সম্ভবনা থাকছে শহরে। কলকাতার তাপমাত্রা রবিবার ১৭.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৮৮ শতাংশ।
Discussion about this post