নভেম্বরের শেষে এসে হালকা শীত জারি রইলো বঙ্গে। ভোরে কুয়াশার দেখা মিলছে জেলাগুলিতে। মনোরম আবহাওয়ার বিরাজ করছে গোটা রাজ্যে। তবে এর মাঝে আবার বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। তবে কি বৃষ্টির জেরে ঠান্ডা বাড়বে জেলা গুলিতে? কনকনে ঠান্ডাতেই কি নভেম্বরের শেষ?
বঙ্গোপসাগরে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। তবে এর প্রভাব বঙ্গে খুব বেশি পড়বেনা বলেই ধারণা আবহাওয়াবিদদের।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলঘেঁষা জেলাতে । সপ্তাহান্তে এই জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি পূর্বাভাস নেই । আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এ কুঁয়াশার সতর্কতা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। অন্যান্য জেলায় কুয়াশার দাপট থাকবে।
আজ, কলকাতা জুড়ে সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলার দিকে পরিষ্কার আকাশ। শুরু হবে মনোরম আবহাওয়া। তবে নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ রাতের তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
Discussion about this post