গুরুতর অসুস্থ খাদ্যমন্ত্রী। জেল থেকে সরাসরি আইসিইউতে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, নাক থেকে রক্তক্ষরণ হওয়ার ফলেই গুরুতর অসুস্থ হয়ে পরেন জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি থেকে সরাসরি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে আচমকা অসুস্থ হয়ে পড়েন বালু। রেশন দুর্নীতি কাণ্ডে গত একবছর ধরে তিনি জেলবন্দি। বার বার জামিনের আবেদন সত্ত্বেও তা মেলেনি। শনিবার তাঁর নাক-মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে বলে জানা যায়। তাঁর প্রেশার বেড়ে গিয়েছে। হাইপারগ্লাইসিমিয়ায় ভুগছেন তিনি। বুকে ব্যথার পাশাপাশি মাথা ঘোরার প্রবণতাও রয়েছে প্রাক্তন মন্ত্রীর। সেই কারণে এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। মেডিক্যাল টিমের তরফে বেশকিছু টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। জেলে প্রাথমিক চিকিৎসার পর জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয় বরাবর। বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এর আগে অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সেই অসুস্থতা নিয়ে বিতর্কও কম হয়নি। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদনে আপত্তি জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানান বিশেষ ইডি আদালতে। তাঁর বালুর আবেদনে আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি। আগামী ২০ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র্যাপিডো এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মিলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাশ্রয়ী এয়ারপোর্ট ক্যাব...
Read more
Discussion about this post