কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন জনবহুল এলাকায় যেভাবে ভর সন্ধেয় ফিল্মি কায়দায় কাউন্সিলরকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাতে যারপরনাই ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে অগ্রগতির চেষ্টায় পুলিশ। হামলাকারী কারা, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কী উদ্দেশে খুনের চক্রান্ত হয়েছিল, সেসবের উত্তর খোঁজা চলছে এখনও। এনিয়ে এবার পুলিশকে কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বললেন, ‘অ্যাক্ট নাও’। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম কসবায় শুটআউট প্রসঙ্গে বলেন, ”এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না। বাংলা সংস্কৃতির জায়গা। পুলিশকে বলব, অ্যাক্ট নাও। পুলিশ কোথায়? সুশান্তের পরিবারের পাশে আছি।” তিনি আরও বলেন, “যদি জল জমে তাহলে তো আমাকে ব্যবস্থা করতে হবে। তেমনই বাইরে থেকে আর্মস এলে সেটা আটকানো তো পুলিশের দায়িত্ব। জল জমলে তো সেটা লোকে পুলিশকে গিয়ে লোকে বলবে না। তেমনই আর্মস এলে তো সেটা তো আটকানো পুলিশের কাজ। আর্মস আটকানো সুশান্ত ঘোষের কাজ নয়। এটা আটকানো আমার কাজ নয়। আর্মস আটকানো পুলিশের কাজ।” পুলিশ কমিশনার মনোজ বর্মা এদিন নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, ”একজনকে পাবলিক ধরেছে। আর্মস পাওয়া গিয়েছে। পরে আরও একজনকে ধরা হয়েছে। তদন্ত চলছে। আমরা সমস্ত দিক থেকে খতিয়ে দেখছি।”
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post