আজ কৌশিকি অমাবস্যা। আর এই কৌশিকি অমাবস্যায় হিন্দু শাস্ত্রের বেশ কিছু নিয়ম রয়েছে। পাশাপাশি এই দিন যদি বেশ কিছু নিয়ম মেনে কাজ আপনি করতে পারেন, তাহলে আপনার গৃহে বজায় থাকবে শান্তি। সুখ, সমৃদ্ধিতে ভরে যাবে আপনার সংসার। কৌশিকি অমাবস্যায় সন্ধেবেলায় এই কয়েকটি জিনিস নিয়ম মেনে পুড়িয়ে দিন। তাতে আপনার সংসারে অশুভ শক্তির বিনাশ ঘটবে। কিন্তু তা অবশ্যয় করুন গোপনে। কি করবেন আসুন জেনে নেওয়া যাক।
আজকে তারাপিঠে তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। আগেরকার দিনে কৌশিকি অমাবস্যার সন্ধেবেলায় এই টোটকা পালন করতেন। কেটে যায় বাস্তুসমস্যা। তবে এই টোটকা পালন করুন সন্ধে দেওয়ার সময়। ভাদ্র মাসের অমাবস্যার তিথি কৌশিকি অমাবস্যা নামে পরিচিত। পুরাণ অনুযায়ী দেবী কালি কৌশিকি রূপে শুম্ভ, নিশুম্ভকে বধ করেছিলেন। হিন্দু এবং বৌদ্ধতন্ত্রে এই দিনটি অত্যন্ত তাৎপযপূর্ণ। মনে করা হয়, সাধক বামাক্ষ্যাপাও এই কৌশিকি অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। এদিন কি কি নিয়ম মেনে করবেন জেনে নিন।
১. কালো সর্ষে এবং ধূপ….
এই দুটি উপকরণ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্তু শাস্ত্রে যেকোনও শুভ কাজের জন্য। কৌশিকি অমাবস্যার দিন সন্ধেবেলায় এই দুটি একসঙ্গে করে একটি লাল কাপড়ে বেঁধে গোপনে পুড়িয়ে দিন।
২. তেজপাতা ও লবঙ্গ…
বাস্তুবিদরা বলছেন, বাড়িতে কলহ কাটার জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ উপকরণ এই দুটি। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দূর করতে পারে এই টোটকা। কৌশিকি অমাবস্যার সন্ধেবেলাতে সবার আড়ালে সাতটি তেজপাতা ও সাতটি লবঙ্গ পুড়িয়ে দিন। দেখবেন সংসারে ফিরবে শান্তি।
৩. কপূর….
ঘিতে মাখিয়ে কপূর জ্বালিয়ে গোটা ঘরে একবার ঘুরিয়ে নিন। তাতে ভালো থাকবে আপনার সন্তান।
৪. শুকনো লঙ্কা…
প্রাচীনতন্ত্রে শুকনো লঙ্কা অত্যন্ত গুরত্বপূর্ণ একটি উপকরণ। সন্ধেবালয় এদিন বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়ে আপনি পুড়িয়ে দিন। পোড়া অংশটি একটি পাত্রে নিয়ে বাড়ির বাচ্চাদের সামনে ঘুরিয়ে দিন। কাটবে অনেকরকম দোষ।
৫. ঘি ও হলুদ…
হলুদে ঘি মাখিয়ে জ্বালিয়ে দিন। সেই ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দিন। আর্থিক সংকট কাটাতে সাহায্য করবে। পাশাপাশি আয় বাড়বে, বলছেন বাস্তুবিদরা।
Discussion about this post