ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগে সরব লকেট চট্টোপাধ্যায়। আইপ্যাকের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ হুগলির বিজেপিপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। তাঁর হুঁশিয়ারি, খেলা করে তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপি প্রার্থীর। টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন। দাবি হুগলির হেভিওয়েট বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার শাসক দলের। বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘রবিবার আইপ্যাকের জনা ২০ ছেলে ঢুকেছে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব।’
যদিও রচনা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আইপ্যাকের কাছে এক নয়া পয়সা আছে বলে আমার নজরে পড়েনি। যা করছি সব খেটে করছি, দেড় মাস ধরে পড়ে থেকে প্রচার করেছি।’ প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভোট ময়দানে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষেত্রে হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুরে চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত বারাকপুরে ভোট পড়ল ১৪.৭৪ শতাংশ। হুগলিতে ১৪.০১ শতাংশ, হাওড়ায় ১৪.২ শতাংশ, বনগাঁয় ১৫.২১ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, আরামবাগে ১৬.৩১ শতাংশ ভোট পড়ল। বাংলার সাত কেন্দ্রের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে উলুবেড়িয়া। সেখানে ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৫.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।
Discussion about this post