২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারানশী লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সম্প্রতি নিজের মনোনয়ন পেশ করেছেন। তাতেই তিনি জমা করেছেন নির্বাচনী হলফনামা। সেই হলফনামায় দেখা যাচ্ছে তাঁর সম্পত্তির খতিয়ান। নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পত্তির হিসেবে নরেন্দ্র মোদি জানিয়েছেন, পোস্ট অফিসের একটি স্কিমে তিনি ৯ লক্ষ ১২ হাজার টাকা বিনিয়োগ করেছেন। পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যায় দুর্দান্ত রিটার্ন। দেশের প্রধানমন্ত্রীও বিনিয়োগ করেছেন, চাইলে আপনিও করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক সেই স্কিম সম্পর্কে।
জাতীয় সঞ্চয় সংশাপত্র (NATIONAL SAVINGS CERTIFICATE) বা NSC, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে সুদ পাওয়া যায় ৭.৭ শতাংশ। এনএসসি-তে টাকা বিনিয়োগ করা যায় পাঁচ বছরের মেয়াদে। ফলে এই স্কিমে বেশি টাকা বিনিয়োগ করলে নিশ্চিন্ত রিটার্ণ পাবেন। সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের নিশ্চিয়তা।
কারা কারা NSC-তে বিনিয়োগ করতে পারেন?
যে কোনও ভারতীয় নাগরিক NSC-তে বিনিয়োগ করতে পারেন। তবে একজন ছাড়াও জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এই স্কিমে বিনিয়োগ করা যায়। দুই থেকে তিন জনের জয়েন্ট অ্যাকাউন্টে এনএসসি স্কিমে টাকা বিনিয়োগ করা যায়। আবার আপনি একসঙ্গে একাধিক এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারবেন। NSC স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করা যায়। আর সর্বাধিক কত বিনিয়োগ করবেন, তা নিশ্চিত করে বলা নেই। ফলে আপনি আপনার সামর্থ অনুযায়ী NSC-তে বিনিয়োগ করতে পারবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল NSC স্কিমটি ৮০এ ধারায় কর ছাড় মিলবে।
কত রিটার্ণ পাওয়া যাবে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NSC-তে বিনিয়োগ করেছেন ৯,১২,০০০ টাকা। ধরুণ আপনি এই সমপরিমান অর্থ এই স্কিমে বিনিয়োগ করলেন তবে আপনি সুদের হার অনুযায়ী পাঁচ বছরে পাবেন ১৩ লক্ষ ২১ হাজার ৫৯৯ টাকা। অর্থাৎ, আপনি শুধু সুদ হিসেবে পাচ্ছেন ৪ লক্ষ ৯ হাজার ৫১৯ টাকা। আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে সুদ পাবেন ৪৪ হাজার ৯০৩ টাকা। অর্থাৎ ১ লক্ষ টাকা NSC-তে বিনিয়োগ করলে আপনি পাঁচ বছর পর হাতে পাবেন ১ লক্ষ ৪৪ হাজার ৯০৩ টাকা। ফলে সবমিলিয়ে এনএসসি স্কিমে একদিকে দুর্দান্ত রিটার্ন, সেই সঙ্গে ট্যাক্সেও ছাড়।
Discussion about this post