বিমান যাত্রা সবার কাছে সহজলভ্য নয়। তবে অনেক দূরের যাত্রাপথে আমরা বিমান যাত্রার সুবিধা নেই। কারণ, বিমানে অনেক দ্রুত, বিলাস বহুল, কোনো ঝঞ্ঝাট ছাড়াই যাত্রা করা সম্ভব। আবার অনেকে আছেন যারা রোজ বিমানে যাত্রা করেন। বিমানে চেকিং ব্যাগেজের সমন্ধে আমরা কম বেশি সবাই পরিচিত । বিশেষ করে যারা বিমানে নিয়মিত যাত্রী তারা এই বিষয়টিকে নিয়ে বিশেষ অবহিত। কিন্তু অনেকেই আছেন যারা মাঝে মধ্যে বান যাত্রা করেন, তারা জানেন না যে চেকিং ইন ব্যাগেজের মধ্যে কোন কোন জিনিসপত্র রাখতে নেই। বিমান যাত্রা কালে আপনি একটি নির্দিষ্ট ওজনের মালপত্র হাতব্যাগে আপনার সাথেই রাখতে পারবেন। আর অন্য মালপত্রগুলো চেক ইন ব্যাগেজে পাঠিয়ে দেওয়া হয়। কিছু নির্দিষ্ট জিনিস ‘চেক ইন ব্যাগেজে’ পাঠানো যায় না। জেনে নিন এই জিনিস গুলি কি কি।
খাবার
‘চেক ইন ব্যাগেজে’ নির্দিষ্ট কিছু খাবার রাখাই যায়। যেমন, নুডলস, ম্যাগি, পরোটা ইত্যাদি। কিন্তু বেশ কয়েকটি খাবারের নিষেধাজ্ঞা আছে বিমানের চেক ইন ব্যাগেজে। আচার, তেল, ঘি, অ্যালকোহল, সস, পান, পোস্তর মতন খাবার আপনি নিয়ে যেতে পারবেন না। তবে এক একটি বিমান সংস্থার নিয়ম আলাদা আলাদা, তাই যাত্রাকালে অবশ্যই তাদের নিয়ম সম্পর্কে অবহিত হন।
তীক্ষ কোনো যন্ত্র
তীক্ষ্ণ জাতীয় জিনিস যেমন ছুড়ি, কাঁচি, ব্লেড থেকে শুরু করে ধরলো কোনো জিনিস নিয়ে বিমান যাত্রা করবেন না। বিমানে ‘চেক ইন ব্যাগেজে’ এইসব জিনিস রাখা একদমই নিষিদ্ধ। তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন বিমান যাত্রা কালীন।
বৈদ্যুতিন যন্ত্র
যে কোনো বৈদ্যুতিন যন্ত্র ‘চেক ইন ব্যাগেজে’ রাখা যায় না। বিশেষ করে ফোন, পাওয়ার ব্যাংক, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ইনেকট্রনিক খেলনা, স্ট্রেটনার, ইস্তিরি, ক্যালকুলেটর ইত্যাদি। এই বৈদ্যুতিন যন্ত্র গুলিকে আপনি নির্দিষ্ট ওজন পর্যন্ত আপনার হাত ব্যাগে ক্যারি করতে পারবেন। তবে ‘চেক অন ব্যাগেজে’ এগুলি রাখারা নিষেধাজ্ঞা আছে।
সুগন্ধি
সুগন্ধি স্প্রে বিমানের ‘চেক ইন ব্যাগেজে’ রাখা যায় না। তাই সুগন্ধিতে বিশেষ নিষেধাজ্ঞা আছে চেক ইন ব্যাগেজে। বিশেষ করে স্পিরিট জাতীয় সুগন্ধি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে।
শুকনো নারকেল
বিমানের চেক ইন ব্যাগেজে শুকনো নারকেল রাখা যায়না। নারকেলের মধ্যে তেল থাকার কারণেই, শুকনো নারকেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। বেশি তেল জাতিয় খাবারকে সব সময় দাহ্য পদার্থ হিসাবেই গণ্য করা হয় বিমানে। তাই আপনি যদি শুকনো নারকেল বিমানের চেক ইন ব্যাগেজে রাখেন তাহলে তার ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে।
Discussion about this post