মঙ্গলবার অভিনেত্রী মুনমুন সেন ও রাইমা সেন ছিলেন দিল্লিতে। এদিকে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। পাশে শুধু মেয়ে রিয়া সেন। খবর পেয়েই বালিগঞ্জের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “মুনমুন এখানে নেই ৷ ও দিল্লিতে আছে ৷ রাইমাও দিল্লিতে আছে ৷ এখানে রিয়া আছে ৷ ওদের বন্ধু-বান্ধব, আত্মীয়রা আছে ৷ পাড়া প্রতিবেশী আছে ৷ মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবে ৷ এয়ারপোর্টে নামলেন ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করব ৷ মুনমুনের সঙ্গে কথা হয়েছে আমার ৷ ও বেচারা জানত না৷ ” মঙ্গলবার সকাল শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। সকাল ন’টা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।সংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, মুনমুনের সূত্রে তাঁর সঙ্গে আলাপ ছিল ভরতেরও। অত্যন্ত ভাল, অমায়িক মানুষ হিসাবে তাঁকে বর্ণনা করে মমতা। তাঁর কথায়, “ভরতদা আমাকে খুবই পছন্দ করতেন। এটা খুব বড় ক্ষতি। আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে নিজের আত্মীয়কে হারালাম। মুনমুন, রাইমা ফিরুক। তার পরই শেষকৃত্যের বন্দোবস্ত হবে। আসলে মুনমুন নিজেও তো জানতে পারেনি। হঠাৎই ঘটে গেল ঘটনাটা।”মুখ্যমন্ত্রী বলেন, “রক্তের শর্করার মাত্রা বেশি ছিল বলে জানতাম। তার বাইরে তো কোনও অসুস্থতা ছিল না।” সকলকে সতর্ক করে তিনি জানান, শীতের সকালগুলো একটু সতর্ক থাকা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, ‘আমি লোকাল কাউন্সিলরদের রেখে গেলাম। মালা রায় এবং দেবাশিস কুমারকেও খবর দিয়েছি। মুনমুন এলে ওকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হবে। আমি ফোনে ওর সঙ্গে কথা বলব ফের। আর তো কিছু করার নেই, শেষকৃত্য় ছাড়া। হঠাৎ করেই চলে গেল, বেশি বয়সও তো হয়নি’। আফসোসের সুরে বলেন, ‘পরশু দিনও পার্টি করেছে। এমন কিছু অসুস্থ ছিলেন না। এখন শীতকাল আসছে তো হঠাৎ করেই স্ট্রোকটা বা হার্ট অ্যাটাকটা হয়ে যায়’।এদিন সেন পরিবারের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সুচিত্রা দেবী দীর্ঘ ৩০ বছর কারুর সঙ্গে দেখা করেননি। আমার সঙ্গে দেখা করার ইচ্ছ প্রকাশ করেছিলেন। তারপর আমি বারবার বেলেভিউতে ছুটে গেছি। ওঁনার ইচ্ছেমতোই ওঁনার মরদেহ কারুকে দেখতে দেওয়া হয়নি।…. মুনমুনের সঙ্গে তো অনেকদিনের সম্পর্ক। ও তো আমার এমপি ছিল। কিন্তু শুধু এমপি বলে নয়, পারিবারিক সূত্রে ওর সঙ্গে আজও সম্পর্ক ভালো আছে’।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post