১০০ টাকা বা ১০০০ টাকা নয়, একেবারে ১৫ লক্ষ টাকা। এখনকার দিনে রাস্তায় টাকা পড়ে থাকলেই তা কুড়িয়ে পকেটে ভরতে দ্বিধা করেন না সাধারণ মানুষ। সেই জায়গায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৫ লক্ষ টাকার চেক পুলিশের কাছে ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক রিকশা চালক। এমনই ঘটনা ঘটেছে বাগুইআটিতে। রিকশা চালকের নাম নুর আলি। তাঁর এমন সততায় মুগ্ধ পুলিশ প্রশাসন। রোজকার মতো সোমবার সকালেও রিকশা নিয়ে বেরিয়েছিলেন তিনি। চিনার পার্ক এলাকায় রাস্তায় ৩-৪টি চেক পড়ে থাকতে দেখেন। রাস্তায় কুড়িয়ে পান ১৫ লক্ষ টাকার চেক। তাতে সইও রয়েছে গ্রাহকের। চাইলেই সেই টাকা তুলে নিতে পারতেন। তবে দৃষ্টান্ত স্থাপন করলেন ওই চালক। পুলিশের হাতে তুলে দিলেন চেক। তাঁকে খালি হাতে ফেরাল না প্রশাসনও। দুই লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন সৎ চালক। আইসির এই ভূমিকায় নুর বলেন, “আমার কাজের সম্মান হিসেবে আইসি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতে এমন সততার কাজে আরও উৎসাহী হব।” শুধু পুলিশ নয়, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও প্রাক্তন কাউন্সিলর মিলে আজিজুলকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। চেকগুলি নিয়ে হাজির হন পিএনবির স্থানীয় শাখা অফিসে। এরপর ব্যাঙ্ক থেকেই স্থানীয় বাগুইআটি থানায় যোগাযোগ করা হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। কর্তৃপক্ষের কথা মতো পুলিশের হাতেই চেকগুলি তুলে দেন নুর। চেকের মালিক আকাশ দাসের নাম জানতে পারা যায়। এর পর যাবতীয় প্রক্রিয়া মেনে আকাশকে ডেকে হারিয়ে যাওয়া চেক ফেরায় পুলিশ। মোটা অঙ্কের চেক ফিরে পেয়ে রিকশাচালক নুর ও পুলিশকে কৃতজ্ঞতা জানান আকাশ। নিজের সততার জন্য ভূয়সী প্রশংসা কুড়ালেন নুর।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post