ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে এবার ডাক পড়েছিল তাঁর। বৃহস্পতিবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী। কয়েকদিন আগেই মিনাক্ষীর সঙ্গে সিবিআইয়ের তরফে যোগাযোগ করা হয়। তখন তিনি যেতে পারেননি। বৃহস্পতিবার সিপিআইএমের তরফে জানানো হয়েছে, প্রত্যক্ষদর্শী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতেই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
উল্লেখ্য, আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে গত ১১ আগস্ট থেকে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করছিল সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। গত ১৪ আগস্ট রাত দখল কর্মসূচির সময়ও সেই অবস্থান জারি ছিল। হাজার হাজার সাধারণ মানুষও সেদিন হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী হাসপাতালে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। সিবিআই সূত্রে খবর, মূলত মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছ থেকে যে সকল বিষয়গুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চাইবেন তা হল, গত ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতালের সামনে তিনি কী করছিলেন? ভাঙচুরের ঘটনার সঙ্গে তিনি যুক্ত কি না ? কারা ভাঙচুর চালালো ওই হাসপাতালে? সেই সংক্রান্ত কোনও তথ্য তাঁর কাছে রয়েছে কি না? এছাড়াও গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁর কাছে কোনও তথ্য রয়েছে কি না? এই সব বিষয়েও তাঁর থেকে জানতে চাইতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব সিপিআইএম নেত্রী। সঠিক তদন্তের স্বার্থে সবরকম সাহায্য করতে তিনি রাজি।
Discussion about this post